ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় গান করেই দেশব্যাপী জনপ্রিয়তা পান বারী সিদ্দিকী

বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস আজ

শেখ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১৫:৪৯, ২৪ নভেম্বর ২০২১

বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্ক ॥ গানে গানে বিরহের কথা বলে গেছেন বারী সিদ্দিকী। এক স্বপ্নীল সুরের মায়ায় আবিষ্ট করে রেখে গেছেন লাখো দর্শক-শ্রোতাকে বছরের পর বছর। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২৪ নভেম্বর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। কিংবদন্তি বারী সিদ্দিকীর পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখার হাতেখড়ি। ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তাঁর আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণিশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেছিলেন। প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী আজ স্বশরীরে না থাকলেও তার রেখে যাওয়া মায়া জড়ানো গানে দর্শকদের মাঝে অমর হয়ে থাকবেন আজীবন।
×