ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী ২৮ নবেম্বর ডিএসসিসির উপ-সহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা

প্রকাশিত: ২০:৫৩, ২২ নভেম্বর ২০২১

আগামী ২৮ নবেম্বর ডিএসসিসির উপ-সহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (পুর) পদে জনবল নিয়োগের জন্য আগামী ২৮ নবেম্বর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ জন। সোমবার (২২ নবেম্বর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। উপ-সহকারী প্রকৌশলীদের মৌখিক পরীক্ষার জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষা ঢাকা মহানগর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৪৯ জন উত্তীর্ণ হয়েছেন। ২৮ নবেম্বর দুপুর ২টায় নগর ভবনে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তাদের রোল নম্বর প্রকাশ করেছে ডিএসসিসি। উত্তীর্ণদের রোল নম্বর ১৩০০১২৭, ১৩০০১৯৩, ১৩০০১৯৬, ১৩০০৪৬৭, ১৩০০৪৯৬, ১৩০০২৬১, ১৩০০২৬৩, ১৩০০৪৬৭, ১৩০০৪৯৬, ১৩০০৫৪৪, ১৩০০৫৭৫, ১৩০০৬০৫, ১৩০০৬৪৭, ১৩০০৬৮৭, ১৩০০৮৪৬, ১৩০০৯৬৬, ১৩০০৯৮১, ১৩০১০৮০, ১৩০১০৯০, ১৩০১১১১, ১৩০১১২৪, ১৩০১১৫৯, ১৩০১২৮৮, ১৩০১৩০৯, ১৩০১৩২৬, ১৩০১৩৩৫, ১৩০১৩৪৭, ১৩০১৪৫৬, ১৩০১৫১৭, ১৩০১৬৭৩, ১৩০১৭৫৫, ১৩০১৭৮৪, ১৩০১৭৮৭, ১৩০১৭৯১, ১৩০১৮৮৯, ১৩০১৮৯৮, ১৩০১৯৫০,১৩০১৯৮২, ১৩০২১৭০, ১৩০২১৮২, ১৩০২২৫৮, ১৩০২২৮১, ১৩০২৩৮৪, ১৩০২৩৫৭, ১৩০২৩৬৩, ১৩০২৬১১, ১৩০২৮৪৪, ১৩০২৮৭৮, ১৩০২৯৩৬, ১৩০৩০২৪ ও ১৩০৩০৩১। পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য অনলাইনে ইস্যু করা প্রবেশপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
×