ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৪৯, ২২ নভেম্বর ২০২১

রামেক হাসপাতালে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্র্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার করোনার উপসর্গ ছিল। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। রবিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। ঝিনাইদহে একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, করোনায় মৃত্যুশূন্য দেখার পর ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সদর হাসপাতালের করোনা সাসপেক্টেড ইউনিটে চিকিৎসাধীন আহম্মদ আলী (৫৭) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত আহম্মদ আলী সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মৃত মকবুল শিকদারের ছেলে।
×