ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির আইসিটি

প্রকাশিত: ০০:২৪, ২১ নভেম্বর ২০২১

অষ্টম শ্রেণির আইসিটি

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর : ১। ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টির পদ্ধতির নাম- ক) Out Sourcing খ) Income Sourcing গ) Internet Service ঘ) SMS Service উত্তর: ক) Out Sourcing ২। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি। ক) রেডিও খ) মোবাইল গ) টেলিভিশন ঘ) সংবাদপত্র উত্তর : খ) মোবাইল ৩। কোনো জরুরী লিখিত তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ) NIC খ) FAX গ) EPOS ঘ) GPS উত্তর: খ)FAX ৪। কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন করেছে? ক) ই-পুর্জি খ) ইন্ট্রানেট গ) কম্পিউটার ঘ) পরিসেবার বিল পরিশোধ উত্তর: খ) ইন্ট্রানেট ৫। নিচের কোনটি ড়ঁঃংড়ঁৎপরহম এর সাইট? ক) www.outsourcing.com খ) www.elance.com গ) www.google.com ঘ) www.bbc.gov.com উত্তর: খ) www.elance.com ৬। ই-পূর্জির মাধ্যমে- ক) পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় খ) জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা যায় গ) টাকা স্থানান্তরের সহজ মাধ্যম ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র উত্তর: ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র ৭। বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরকারি কোন মাধ্যমে পাওয়া যায়? ক) নফলড়নং খ) ওহঃবৎহবঃ গ) ৎড়প.মড়া.নফ ঘ) ঘঈঞই উত্তর: খ) ওহঃবৎহবঃ ৮। কোন ওয়েবসাইটগুলো ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। র) এডেক্স রর) ফ্রিল্যান্সার ররর) ইল্যান্স নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর উত্তর: ঘ) র, রর, ররর ৯। ঈড়হহবপঃরারঃু রং ঢ়ৎড়ফঁপঃরারঃু-এর অর্থ কী? ক) সংযুক্তিই উৎপাদনশীলতা খ) উৎপাদনশীলতাই সংযুক্তি গ) উৎপাদনশীলতা বাড়ে ঘ) সংযুক্তি তৈরি করে উত্তর ক) সংযুক্তিই উৎপাদনশীলতা ১০। একমুখী পদ্ধতিকে ইংরেজীতে কী বলে? ক) ন্যারোকাস্ট খ) মাল্টিকাস্ট গ) ব্রডকাস্ট ঘ) ইউনিকাস্ট উত্তর : গ) ব্রডকাস্ট ১১। আইসিট প্রয়োগের ফলে ব্যবসা-বাণিজ্যে কী পরিবর্তন হয়েছে? ক) খরচ কমেছে খ) সময় কম লাগছে গ) মুনাফা বেড়েছে ঘ) সবগুলো উত্তর : ঘ) সবগুলো ১২। ঊগঞঝ এর পূর্ণ রূপ কী? ক) ঊষবপঃৎড়হরপ গড়হবু ঞৎধহংভবৎ ঝুংঃবস খ) ঊসবৎমবহপু গড়হবু ঞৎধহংভবৎ ঝুংঃবস গ) ঊসবৎমবহপু গড়হরঃড়ৎরহম ঞবংঃরহম ঝুংঃবস ঘ) ঊষবপঃৎড়হরপং গড়হবু ঞবংঃরহম ঝুংঃবস উত্তর : ক) ঊষবপঃৎড়হরপ গড়হবু ঞৎধহংভবৎ ঝুংঃবস ১৩। নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়- র) মোবাইল ফোনের মাধ্যমে রর) রেডিওর মাধ্যমে ররর) ইন্টারনেটের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর উত্তর : ঘ) র, রর, ররর ১৪। গবেষণার অপরিহার্য অঙ্গগুলো- র) কম্পিউটার রর) ওয়েবসাইট ররর) ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর উত্তর : ঘ) র, রর, ররর ১৫। কোনটি বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল? ক)www.roc.gov.bd খ) www.ebook.gov.bd গ) www.bangladesh.bd ঘ) www.bangladesh.gov উত্তর : খ)www.ebook.gov.bd রচনামূলক প্রশ্নোত্তর : প্রশ্ন : ১। যোগাযোগ কাকে বলে? যোগাযোগ করার পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়-বর্ণনা করো। উত্তর : একে অপরের সাথে বিভিন্ন উপায়ে তথ্য আদান প্রদান করাকে যোগাযোগ বলে। যোগাযোগ করার পদ্ধতি হলো দুটি। র) ব্রডকাস্ট পদ্ধতি এবং রর) দ্বিমুখী পদ্ধতি। ব্রডকাস্ট পদ্ধতি : ব্রডকাস্ট হলো যোগযোগ করার একটি স্বীকৃত পদ্ধতি। যখন একজন বা একটি প্রতিষ্ঠান একমুখী পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে, সেটাকে ইংরেজিতে বলা হয় ব্রডকাস্ট। রেডিও, টেলিভিশন তার সবচেয়ে বড় উদাহরণ। যেখানে রেডিও বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি : যোগাযোগের একমুখী পদ্ধতির সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। যখন একাধিক ব্যক্তি একই সময়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তখন তাকে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি বলে। যেমন- মোবাইল ফোন, টেলিফোন।
×