ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণ নয়, বেড়াতে গিয়েছিল সাভারের দুই কিশোরী

প্রকাশিত: ২৩:২৮, ২১ নভেম্বর ২০২১

অপহরণ নয়, বেড়াতে গিয়েছিল সাভারের দুই কিশোরী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লা থেকে গত ১১ নবেম্বর নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ঘটনার নয়দিন পর শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে কিশোরীদের উদ্ধারের পর তাদের পরিবার বলছে অপহরণ নয়, বরং মামার বাসায় বেড়াতে গিয়েছিল তারা। যদিও ইতোমধ্যে কিশোরীদের অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক যুবককে গ্রেফতার এবং পরবর্তীতে তিনদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে সেই যুবক কারাগারেই রয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১৪ নবেম্বর মামলাটি রেকর্ড করার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়, পরে ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ওই দুই কিশোরীকে অপহরণের অভিযোগ করা হলেও আপাতদৃষ্টিতে বিষয়টিকে অপহরণ বলে মনে হচ্ছে না। ওই দুই কিশোরীকে মানিকগঞ্জে তাদের মামার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। দুই কিশোরীকে উদ্ধারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা যুবক জারিফুল ইসলাম (২৭) লালমনিরহাটের হাতিবান্ধা থানার আব্দুস সাত্তারের ছেলে। তিনি সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় ভাড়া থেকে মুরগির ব্যবসা করেন। এদিকে মারিয়া সুলতানা ফিহা ওরফে মুক্তা (১১) ও বিথী আক্তার (১৪) নামে ওই দুই কিশোরী উদ্ধারের পর এই মামলার বাদী নিপা আক্তার বিনা অপরাধে অপহরণের অভিযোগে জারিফুল ইসলাম নামে ওই যুবকের গ্রেফতার ও হাজতবাস প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে জানান, ‘ঘটনার সময় আমি বাসার বাইরে ছিলাম। পরে প্রতিবেশীদের মুখে শুনেই মামলাটি দায়ের করেছি। এখন খারাপ লাগছে এই ভেবে যে, নির্দোষ একজন যুবক বিনা অপরাধে গ্রেফতার হলো, রিমান্ডে থাকল, এমনকি এখন কারাগারে রয়েছে।’
×