ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহিদুল ইসলাম

হেমন্তের সকাল

প্রকাশিত: ২০:৪৩, ২০ নভেম্বর ২০২১

হেমন্তের সকাল

অনেক দূরে আকাশ মাটি যেথায় গিয়ে মেশে আজ সকালে রুপার মতো কী উঠেছে ভেসে! আম্মু বলে কুয়াশা আর আপু কুহেলিকা কমলা রঙের আভা মেখে সূর্য দেখায় টিকা। সবুজ সবুজ দূর্বা ঘাসে এসেছে এক ফল ধরতে গেলেই হাত ভিজে যায় ওমা! এতো জল। বাতাসগুলো রবফ খেয়ে নিচ্ছে বুঝি দম হচ্ছে কী তাই শীতে আমার শরীরটা ছামছাম? পেয়ারা ডালে বসে দোয়েল নাক ডাকিয়ে ঘুম টিনের চালে পায়রা জোড়া ডাকে বাকবাকুম। বাঁশ বাগানের উপর দিয়ে ছোটে বকের সারি গাছি ভাইয়ে খেজুর গাছে লাগায় রসের হাঁড়ি। গরুর গাড়ি তেরে ছোটে আড়িয়ালের মাঠে হিরণ মাঝি ছুটে চলে কদমতলির ঘাটে। কৃষক ছোটে কাস্তে হাতে কাটতে আমন ধান সেই সুখেতে গৃহিণীদের মুখে মুখে গান।
×