ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎসবের আমেজ

প্রকাশিত: ২০:৪৩, ২০ নভেম্বর ২০২১

উৎসবের আমেজ

পাকা ধানের গন্ধে যখন গাঁয়ে আসে ভোর শিশির ঝরা হিম বাতাসে খুলে খুশির দোর। সোনার আলোয় সূর্য হাসে বাগে ফুটে ফুল সবুজ ঘাসের চাদর পরে হাসে নদীর কূল। কৃষাণ ছুটে ব্যস্ত হয়ে কাটতে মাঠে ধান কৃষাণ বধূর মুখে থাকে নবান্নেরই গান। পাতার ফাঁকে পাখপাখালি তুলে মধুর সুর ধান কুড়াতে ছেলে মেয়ে ছুটে বহু দূর। সরষে ক্ষেতে হলুদ শাড়ির আঁচল দোলে যায় রুপালি মেঘ ভেসে বেড়ায় দূর সে নীলিমায়। ধান মলনের ধুম পড়ে যায় পল্লীর পাড়াগাঁয় নতুন চালের পুলিপিঠা বানায় সোনামায়। হেমন্তেরই আগমনে সুখের বাতাস বয় উৎসবেরই আমেজ লাগে সোনার বাংলাময়।
×