ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২১:৪৩, ১৭ নভেম্বর ২০২১

ইউপি সদস্যের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হান্নান মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওই ইউনিয়নের সহদেবপুর গ্রামে স্থানীয় জনগণের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ইউপি সদস্য হান্নান ও তার সহযোগী রাকিবুল হাসান রাকিব দলবল নিয়ে এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছে। এ সকল অনৈতিক কর্মকা-ের প্রতিবাদ করায় ৩০ অক্টোবর রাতে সহদেবপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে কচুয়া বাজারের ব্যবসায়ী রুবেল হোসেনকে হান্নান ও রাকিব গং মারধর করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল হাতিয়ে নেয়। এ ঘটনায় রুবেল বাদী হয়ে ইউপি সদস্য আবদুল হান্নানসহ ৭ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। মামলা প্রত্যাহারের জন্য ইউপি সদস্য আবদুল হান্নান বাদী রুবেলকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবদুল হান্নান বলেন, ৩০ অক্টোবর রুবেলকে মারধরের কোন ঘটনাই ঘটেনি। আমি মাদকসহ কোন প্রকার অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত নই। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, এ বিষয়ে আদালতে মামলা রুজু হয়েছে।
×