ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবহন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেল

প্রকাশিত: ০০:৩৭, ১৬ নভেম্বর ২০২১

পরিবহন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ১৫৯তম রেল দিবস পালন করছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে রাজশাহী রেলস্টেশন চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করে পশ্চিম অঞ্চল রেলওয়ে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। রেলওয়ে বর্তমান পরিবহন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় রেলওয়ে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিবসের তাৎপর্য ও রেলওয়ের আধুনিক সেবা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী পশ্চিম রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দার ও চীফ অপারেটিং এ্যান্ড সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম। এর আগে রেলদিবস উপলক্ষে রাজশাহী রেলস্টেশন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচী স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, সোমবার দুপুরে ঈশ্বরদী জংসন স্টেশনে রেলদিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী টু আব্দুর রহিম। পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীনের সভাপতিত্বে ঈশ^রদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কর্মকার, সাংবাদিক টিএ পান্না, পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট আবু হেনা, স্টেশন সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় নেতা জিন্নাহ হক, শ্রমিক লীগের পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার ও ঈশ^রদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য দেন। পরে কেক কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে এবং যাত্রীদের মধ্যে ফুল ও চকোলেট বিতরণের মাধ্যমে রেলদিবসের উদ্বোধন করা হয়। এর আগে রেলগেট থেকে বর্ণাঢ্য র্যালি শহর ও স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পাহাড়ী জনগণের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’র পূর্ণ বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে সোমবার খাগড়াছড়িতে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক। সোমবার সকালে খাগড়াছড়ি পৌরশহরের মধুপুর বাজারে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিকের সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিটন চাকমা, জনসংহতি সমিতি মানবেন্দ্র নারায়ণ লারমা গ্রুপের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা ও উপজাতীয় কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রবিশঙ্কর চাকম।
×