ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘একটা নির্জন দুপুর চাই’ নাটকে অপূর্ব-প্রাণ

প্রকাশিত: ০০:৫৯, ২৯ অক্টোবর ২০২১

‘একটা নির্জন দুপুর চাই’ নাটকে অপূর্ব-প্রাণ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৪ বছর পর প্রাণ রায় ও অপূর্ব আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘একটা নির্জন দুপুর চাই’। নাটকটি রচনা করেছেন রহমান মোস্তাফিজ পাভেল ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তবে পরিচালক সৈয়দ শাকিল জানান, কবে কোন চ্যানেলে নাটকটি প্রচার হবে তা এখনও চ‚ড়ান্ত হয়নি। দীর্ঘদিন পর একসঙ্গে একই নাটকে অভিনয় করে প্রাণ ও অপূর্ব শূটিং চলাকালীন সময়ে ছিলেন বেশ খোশ মেজাজে। দীর্ঘদিন পর অপূর্ব’র সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে প্রাণ রায় বলেন, এতদিন পর আমাদের দেখা হয়ে আমার কাছে মনে হলো যেন দুই ভাইয়ের বহুবছর পর দেখা হবারই মতো একটি বিষয়। আমি শূটিং-এ গিয়ে অপূর্বর জন্য অপেক্ষা করছিলাম কখন সে আসবে। আসার পর আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিলো এবং আমার উপলব্ধি হলো যে, যে অপূর্বকে দেখেছিলাম-এখনও সেই অপূর্বই আছে। এখন সে বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে অপূর্ব আগের চেয়ে আরও অনেক অনেক বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে। ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে আমাদের দীর্ঘদিন পর একসঙ্গে করার জন্য। অপূর্ব বলেন, প্রাণ দা’র সঙ্গে ‘রমিজের আয়না’ ধারাবাহিকে অভিনয় করার সময় ভীষণ সহযোগিতা পেয়েছি। এতটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণ দা’কে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে, যার উচ্ছ¡াস বা আনন্দটুকু আমি কথায় প্রকাশ করতে পারছি না। কিন্তু এই আনন্দ মনের গভীরে এক অন্যরকম সুখপ্রাপ্তি ঘটায়। প্রাণ দা’র কাছে আমি সেই আগের অপূর্ব’ই আছি। এদিকে অপূর্ব সৈয়দ শাকিলের পরিচালনায় আরও দু’টি নাটকের কাজ শেষ করেছেন যাতে তার বিপরীতে আছেন ফারিণ। প্রাণ রায় নায়িকা মৌসুমীর সঙ্গে ‘ভাঙ্গন’ সিনেমার কাজ করেছেন।
×