ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০০:৫৭, ২৯ অক্টোবর ২০২১

কবিতা

সে না হয় পালিয়ে যাক নাসির আহমেদ দুর্জয় সব জেনেও পালিয়ে যায় যে-আহ! যাক না বেহায়া মন কেন তারে পিছু ডাকে? বোশেখে রং লেগেছে লাগুক, আমার কী তাতে! আমারও তো অসুখ হয়, কষ্ট লাগে। ** সভ্যতা ও ভালোবাসা মাঈনউদ্দীন আহমেদ মাহী এখন আর মানুষে মানুষে বন্ধুত্ব হয় না মানুষে-কুকুরে বন্ধুত্ব হয়; মানুষে বেড়ালে বন্ধুত্ব হয়; বন্ধুত্ব হয় মানুষে ও পশুতে ॥ আজকাল কুকুর-বেড়াল ও ভালোবাসতে জানে ভালোবাসতে জানে না কেবল মানুষ! আজ মানুষেরা বড্ড বেশি হানাহানি; খুন-ধর্ষণ নিয়ে ব্যতি ব্যস্ত। আজকাল আর ভোরের আকাশে পাখির ঝাক প্রাতঃভ্রমণে বের হয় না; দূরের কোথাও পাখিদের কলকাকলি শোনা যায় না। ইদানীং সভ্যতারা হেসে লুটোপুটি খায় ব্যাঙ্গ করে বলে ‘হোমো স্যাপিয়েন্স’ এরা বুদ্ধিমান মানুষ!! সত্যি বলছি; এখন আর মানুষে মানুষে ভালোবাসা হয় না। ** বাস্তবতা ফখরুল হাসান কবিতা আমাকে ত্যাজ্য করেছে! আমি কি কবিতার, নাকি কবিতা আমার? হঠাৎ কবিতারা নির্বাসনে! . নির্বাক আমি অসহায় হয়ে পড়েছি শব্দের কাছে। আঙ্গুল ছুঁয়ে জেগে নেই ব্যাকরণ; সেখানে শোভা পাচ্ছে জীবিকা নির্বাহের হাতিয়ার। ভাবনার পৃথিবীতে এখন শুধুই শূন্যতা। যেখানে জীবনের তাগিদে কেটে যায় রাত সেখানে কবিতা হয়ে ওঠে প্রহসন। হাজারো ব্যস্ততা অক্টোপাসের মতো ঘিরে রাখে মস্তিষ্ক ক্লান্তি এসে ইঞ্চি-ইঞ্চি ভর করে শরীরে রঙিন শব্দগুলো নিক্ষিপ্ত হয় আঁস্তাকুড়ে! অচেতন মনে আর্তনাদ করে কবিতার ধ্বনি বিদ্যুতহীন শহরের মতো ম্লান হয়ে আসে কাব্যের দ্যুতি, মধ্যরাতের সমুদ্রের উত্তাল ঢেউ বুকের ওপর থেকে ভাসিয়ে নিয়ে যায় কবিতার চিহ্ন!
×