ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে মিশন খুলছে ইইউ

প্রকাশিত: ০০:৩৮, ২৯ অক্টোবর ২০২১

কাবুলে মিশন খুলছে ইইউ

আফগানিস্তানে আবারও ক‚টনৈতিক মিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। ইইউয়ের মুখপাত্র নাবিলা মাসরালি সোমবার (২৫ অক্টোবর) ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যে সীমিত পরিসরে কাবুলে নিজেদের ক‚টনৈতিক মিশন চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি দাবি করেন, ইইউয়ের এ পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেয়া নয়। নাবিলা মাসরালি বলেন, আফগান জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদের তালেবানের সঙ্গে কাজ করতে হচ্ছে। -আলজাজিরা
×