ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০০:৩২, ২৯ অক্টোবর ২০২১

বিনামূল্যে চিকিৎসা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা ॥ সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার এনায়েতপুর অটিজম এ্যান্ড অটিস্টিক স্কুল চত্বরে প্রফেসর মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল ও এনডিপির সহায়তায় চিকিৎসা দেয়া হয়। এছাড়া আলহাজ শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের গিফট বক্স দেয়া হয়। এর আগে স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী মামুন বিশ্বাস। এ সময় সাংবাদিক রফিক মোল্লা, এনডিপির জেলা সমন্বয় শিপন কুমার নাগ, মাসুদ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডাঃ মাসুদ রানা, এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন খান, ধর্মবিষয়ক সম্পাদক ওমর ফারুক মোল্লা ও সমাজ সেবক মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
×