ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারাগাছে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন দাবি

প্রকাশিত: ০০:২৯, ২৯ অক্টোবর ২০২১

হারাগাছে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন দাবি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। তাদের দাবি, প্রার্থী পরিবর্তন করা না হলে নির্বাচনে নৌকার ভরাডুবিসহ দলের ভাবমূর্তি ক্ষুণœ হবে। বুধবার বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মাহফুজার রহমান। এ সময় প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে মনোনয়নবঞ্চিত কাউনিয়া আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সঙ্গীতাও একই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মনোনয়নবঞ্চিতরা দাবি করেন, ইয়াসিন আলী বাবু আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। এমন অযোগ্য ব্যক্তিকে প্রার্থী করায় নির্বাচনে নৌকা প্রতীকের ভরাডুবিসহ ভাবমূর্তি ক্ষুণœ হবে বলেও তারা আশঙ্কা করেন। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে জানতে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, অর্থ বাণিজ্যের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
×