ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রকাশিত: ০০:২৯, ২৯ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নাম অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান। সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাবেক কমান্ডারবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ। এ সময় তার সমর্থনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সাবেক তিনজন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু প্রমুখ। রায়গঞ্জে দু’আওয়ামী লীগ নেতা বহিষ্কার সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় দু’আওয়ামী লীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলা আ’লীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মোঃ আমজাদ হোসেন ছানা এবং চান্দাইকোনা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন আকন্দ। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি জিন্না আল-মাজি জানান, দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
×