ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালের ১২ ইউপিতে লড়ছেন ৫৭৫ প্রার্থী

প্রকাশিত: ০০:২২, ২৯ অক্টোবর ২০২১

বরিশালের ১২ ইউপিতে লড়ছেন ৫৭৫ প্রার্থী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার তিন উপজেলার ১২টি ইউনিয়নে ৫৭৫ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইতোমধ্যে প্রতীক বরাদ্দের পর পরই গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও প্রচারে সরগরম হয়ে উঠেছে প্রতিটি ওয়ার্ড। প্রার্থী ও তাদের সমর্থকরা দিনরাত সমানতালে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। জানা গেছে, বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়ন, বানারীপাড়া উপজেলার একটি এবং আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামী ১১ নবেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত সদস্যর বিপরীতে মোট ৫৭৫ প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। নির্বাচন উপলক্ষে বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হবে। অপরদিকে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রতœপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি সাত ইউনিয়নে ৩৪ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এদের মধ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে সাতজন, শায়েস্তাবাদ ইউনিয়নে তিনজন, চরমোনাই ইউনিয়নে পাঁচজন, চরকাউয়া ইউনিয়নে সাতজন, চাঁদপুরা ইউনিয়নে পাঁচজন, চন্দ্রমোহন ইউনিয়নে তিনজন এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে চারজন। সরেজমিনে আগৈলঝাড়া উপজেলার একাধিক ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্ব›িদ্বতা করা সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, চেয়ারম্যান বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় এখন সদস্য পদের তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য নানা কৌশল অবলম্বন করছেন। নির্বাচনী মাঠে যার প্রভাব পড়ার পাশাপাশি ক্ষমতাসীন দলের মধ্যে কোন্দল বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে (জাতীয় নির্বাচনে) যার চরম প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করার জন্য প্রার্থীরা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
×