ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচন

প্রার্থীদের পদচারণায় মুখরিত

প্রকাশিত: ০০:২১, ২৯ অক্টোবর ২০২১

প্রার্থীদের পদচারণায় মুখরিত

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ॥ একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আসন্ন উপ-নির্বাচন সামনে রেখে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা নির্বাচনী এলাকা। উপজেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত পোস্টারে ছেয়ে গেছে। পাশাপাশি চলছে মাইকিং, মিছিল, উঠান বৈঠক, মতবিনিময় সভা, কর্মীসভা ও পথসভা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২ নবেম্বর অনুষ্ঠিতব্য এ আসনের উপ-নির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ি)। লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হুমায়ূন কবির-এর প্রচার-প্রচারণা ধীরগতিতে চললেও নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতার বিরামহীন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা নির্বাচনী এলাকা। ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগ উপ-নির্বাচনকে সামনে রেখে যৌথসভা করেছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এ কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিম। যৌথসভার পর থেকে নৌকার প্রার্থীর বিজয়কে সুনিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভা ও ১৩টি ইউনিয়নের গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় মিছিল-মিটিং, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহŸান জানিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন। এদিকে জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন অভিযোগ করেন, তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে এবং তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবির একই অভিযোগ করে জানান, নানা প্রতিবন্ধকতার মধ্যে তিনি তার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসার বরাবর এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেননি। উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ আসন গঠিত। এ আসনের মোট ভোটারদের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন।
×