ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে উজবেক জিমন্যাস্টদের আধিপত্য

প্রকাশিত: ০০:১৬, ২৯ অক্টোবর ২০২১

প্রথম দিনে উজবেক জিমন্যাস্টদের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে মহিলাদের অল এ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভল্ট, আনইভেন বারস, বিম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবেকিস্তানের চার প্রতিযোগী আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনাখন, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া। ১৬৩.৬০ স্কোর গড়ে রৌপ্য জেতে ভারত এবং ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জেতে শ্রীলঙ্কা। একই ইভেন্টে ৪৮.৭৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ জেতেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া। ৪৭.৮০ স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনাখান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্রোঞ্জপদক লাভ করেন। কাবাডি লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় বিভাগ কাবাডি লীগে জিতেছে নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় তারা ৪৭-২২ পয়েন্টে জামালপুর কাবাডি ক্লাবকে হারিয়েছে।
×