ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরখাস্ত কোম্যান বার্সার নতুন কোচ বার্জুয়ান

প্রকাশিত: ০০:১৫, ২৯ অক্টোবর ২০২১

বরখাস্ত কোম্যান বার্সার নতুন কোচ বার্জুয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার বৃত্তেই বন্দী বার্সিলোনা। বুধবার রায়ো ভায়োকানোর কাছেও হেরেছে তারা। রায়ো ভায়োকানোর মাঠে ১-০ গোলে হারের পরই রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার একদিন পরই অন্তর্বর্তীকালীন কোচের নাম প্রকাশ করেছে বার্সিলোনা। কোম্যানের উত্তরসূরি হিসেবে বার্সিলোনার প্রধান কোচের ভূমিকা পালন করবেন সার্গি বার্জুয়ান। দীর্ঘদিন ধরেই যিনি স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার ‘বি’ দলের কোচের দায়িত্ব পালন করে এসেছেন। কোমানের নেতৃত্বে লীগের সাত ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে কাতালান ক্লাব। এই খারাপ শুরুর ফলে আগামী মরশুমে বার্সিলোনার চ্যাম্পিয়ন্স লীগে সুযোগ পাওয়া প্রশ্নের মুখে পড়েছে। সে কারণেই কোম্যানকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাবটি। এ প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রোনাল্ড কোম্যানকে দলের কোচের পদ থেকে অপসারণ করল। রায়ো ভালোকানোর বিরুদ্ধে হারের পরেই ক্লাবের প্রেসিডেন্ট কোম্যানকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।’ ২০২০ সালে বার্সার সাবেক প্রেসিডেন্ট জোসে মারিয়া বার্তোমেউ কোম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় মৌসুমেই খুব বাজে পারফর্মেন্সের কারণে বরখাস্ত হতে হয় তাকে। তবে কোচ হিসেবে সাফল্য না পেলেও খেলোয়াড় হিসেবে বার্সার রেকর্ড বইয়ে কোম্যানের নাম রয়েছে। বার্সার খেলোয়াড় হিসেবে ৬ বছর খেলেছেন তিনি। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে জয়সূচক গোলটিও করেছিলেন কোম্যান। তবে কোম্যানের উত্তরসূরি হিসেবে ক্লাবটির সাবেক কিংবন্তি জাভি হার্নান্দেজের নাম ছিল তালিকার উপরের সারিতে।
×