ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগে মেরিনারের গোলবন্যা

প্রকাশিত: ০০:১৫, ২৯ অক্টোবর ২০২১

প্রিমিয়ার হকি লীগে মেরিনারের গোলবন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার হকি লীগে বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। তারা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায় ১৪-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংক স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব ৩-১ গোলে হারায় এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। ৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মেরিনারকে লিড এনে দেন হৃদয় (১-০)। ৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তাসিন আলী (২-০)। ৯ মিনিটে ফিল্ড গোল করে স্কোরলাইন ৩-০ করেন ফজলে হোসেন রাব্বি। সোহানুর রহমান ১৪ ও ১৭ মিনিটে টানা দুটি ফিল্ড গোল করে দলের লিড ৫-০ তে নিয়ে যান। ২১ মিনিট রোহান সাব্বির ফিল্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ২৯ মিনিটে আবারও গোলের ধারায় ফেরে দলটি। গোল করেন আবারও তাসিন আলী (৭-০)। তার সঙ্গে যেন গোল করার পাল্লা দিতে শুরু করেন সোহানুর রহমান। ৩৩ মিনিটে গোল করেন তিনি (৮-০)। পরের মিনিটে তাসিন আবারও গোল করে সোহানের গোলের পাল্টা জবাব দেন যেন (৯-০)! ভারতীয় খেলোয়াড় পারদিপ মোর বোধহয় ভাবলেন, তিনিই বা চুপ করে থাকবেন কেন, একটা গোল তারও করা চাই! কাজেই ৩৬ মিনিটে তিনিও পিসি গোল করে স্কোরলাইন করলেন দুই অংকের (১০-০)। তাসিন ৪০ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন (১১-০)। ৪৪ মিনিটে ফজলে হোসেন রাব্বি নিজের দ্বিতীয় গোলটি করেন (১২-০)। সোহানুর রহমান ৪৯ ও ৫৪ মিনিটে আরও দুটি গোল করে নিজের পঞ্চম গোল করে ছাড়িয়ে যান তাসিনের ৪ গোলকে। স্কোরলাইন তখন ১৪-০। শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার খেলোয়াড়রা একটি গোলও শোধ করতে না পারায় বড় হারের লজ্জা নিয়েই টার্ফ ছাড়েন। দ্বিতীয় ম্যাচে জয়ী সোনালী ব্যাংকের জুলহামিজান ২টি ও রকিবুল হাসান জুনিয়র ১টি ও বিজিত এ্যাজাক্সের ওবায়দুল হোসেন জয় ১টি করে গোল করেন।
×