ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টগবগে পাকিস্তানের সামনে আজ আত্মবিশ্বাসী আফগানিস্তান

প্রকাশিত: ০০:১৪, ২৯ অক্টোবর ২০২১

টগবগে পাকিস্তানের সামনে আজ আত্মবিশ্বাসী আফগানিস্তান

জাহিদুল আলম জয় ॥ মরুর বুকে চলমান স্বল্পঘরানার ধুমধড়াক্কা ক্রিকেটে দুর্দান্ত খেলে চলেছে আসরের অন্যতম ফেবারিট পাকিস্তান। সুপার টুয়েলভে ‘গ্রæপ ২’ এ টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বাবর আজমের দল। নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শেষ চারে খেলা। এ লক্ষ্য নিয়েই মাঠে নামছে ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। হ্যাটট্রিক জয়ের এই মিশনে পাকিদের প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ের সাড়া জাগানো দল আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আফগানরা রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে স্কটল্যান্ডকে। শারজাতে মোহাম্মদ নবির দল ১৯০ রান করার পর স্কটিশেদের অলআউট করে মাত্র ৬০ রানে। ফলে জয়ের ব্যবধান হয় ১৩০ রান। যা টি২০ তে রানের দিক দিয়ে আফগানিস্তানের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। যে কারণে পাকি-আফগান লড়াই জমজমাট ও উপভোগ্য হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়। ম্যাচে পাকিস্তানের যেমন টানা তিন জয়ের হাতছানি তেমনি উজ্জীবিত আফগানরাও টানা দুই জয় পেতে আত্মবিশ্বাসী। টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র মাত্র একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ২০১৩ সালে শারজাতে হওয়া ওই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল পাকিরা। ফলে টি২০ বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দল দু’টি। আসল লড়াইয়ে অর্থাৎ সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্ব›দ্বী ভারত। ম্যাচের আগে বেশ চাপে ছিল পাকিরা। কেননা বিশ্বকাপের মঞ্চে ওই ম্যাচের আগের ১২ দেখায় কখনোই ভারতকে হারাতে পারেনি আনপ্রেডিক্টেবল খ্যাত দলটি। অবশেষে আনলাকি থার্টিন ম্যাচে কপাল খুলে পাকিদের। গত ২৪ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত লড়াইয়ে এককথায় তুড়ি মেরে বিরাট কোহলির দলকে উড়িয়ে দেয় বাবর আজমের দল। ১০ উইকেটের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় পাকিস্তান। ম্যাচ শেষে ভারত অধিনায়ক কোহলিও স্বীকার করেছেন, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দুর্দান্ত এই জয়ের পর ২৬ অক্টোবর নিউজিল্যান্ডকেও সহজে ৫ উইকেটে হারায় তারা। এই ম্যাচে ১৩৫ রানের টার্গেট তাড়া করতে যেয়ে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল পাকিস্তান। কিন্তু সাত নম্বরে নেমে ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দেন আসিফ আলী। তাকে যোগ্য সাপোর্ট দেন ২০ বলে ২৬ রানে অপরাজিত থাকা অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। টানা দুই জয়ে আত্মবিশ্বাসে টগবগ করা পাকিদের এবার হ্যাটট্রিক জয়ের মিশন। ম্যাচের আগে দলটির অধিনায়ক বাবর আজম বলেন, জয়ের ধারায় থাকতে পারলে দারুণ হবে। টানা তিন ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথেও এক ধাপ এগোতে পারবো আমরা। পাকিস্তানের মতো আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামছে আফগানরাও। স্কটিশদের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে বিশাল জয় পেয়েছে মোহাম্মদ নবির দল। ম্যাচটিতে শুধু বোলারই নয়, আফগানিস্তানের ব্যাটাররাও সফল ছিলেন। নাজিবুল্লাহ জাদরানের ৩৪ বলে ৫৯, রহমানউল্লাহ গুরবাজের ৩৭ বলে ৪৬ ও হজরতুল্লাহ জাজাইর ৩০ বলে ৪৪ রানের সৌজন্যে ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ করেছিল আফগানিস্তান। এরপর মুজিবের ৫ ও রশিদের ৪ উইকেট শিকারে চটজলদি গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস। বিস্ময়কর তথ্য হচ্ছে, এখন পর্যন্ত বিশ্বকাপে যতগুলো ছয় হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাঁচটি ছক্কাই হাঁকিয়েছেন আফগান ব্যাটাররা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় আত্মবিশ্বাসী হয়েই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান। ম্যাচটির আগে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা খুব খুশি। এই জয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহায়ক হবে। তারা দুর্দান্ত ফর্মে আছে। তবে আমাদের লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া।
×