ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে মজা করলেন জেসন রয়

প্রকাশিত: ০০:১৩, ২৯ অক্টোবর ২০২১

বাংলাদেশকে নিয়ে মজা করলেন জেসন রয়

স্পোর্টস রিপোর্টার ॥ খেলা হলো এক তরফা। ইংল্যান্ড ৮ উইকেটের আয়েশি জয় পেল। তাও ৩৫ বল হাতে রেখে। এবারের টি২০ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের শুরু থেকে খাবি খাওয়া বাংলাদেশ এক কথায় পাত্তাই পেল না। তারপর ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের মুখে বাংলাদেশ বন্দনা। ম্যাচ শেষে তিনি বলেছেন, বাংলাদেশকে হারানো সহজ নয়, বেশ কঠিন। কিন্তু কঠিন পরিস্থিতি তারা মোকাবেলা করেছেন লেজেগোবরে বাংলাদেশের বিরুদ্ধে তা অবশ্য বলেননি। দিয়েছেন শুধু এক গাল হাসি। তবে জেসন রয় মশকরা করলেন টাইগারদের নিয়ে? অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে। বাংলাদেশের প্রশংশা করে তিনি যে মজা নিয়েছেন এতে কোন সন্দেহ নেই। আর মজা নেয়ারই তো কথা। বাংলাদেশ ইনিংসের পাওয়ার প্লেতেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। শুরুর ধাক্কার পর গোটা ম্যাচ উঠে দাঁড়াতে পারেনি মহামুদুল্লাহরা। ইংল্যান্ড জিতল অনায়াশেই। ইংলিশদের জয়ের নায়কদের একজন হচ্ছেন জেসন রয়। আবুধাবির আল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বেশ বড় ব্যবধানে জেতে ইংল্যান্ড। বাংলাদেশকে ১২৪ রানে অলআউট করে তারা জয় নিশ্চিত করে ফেলে ৩৫ বল বাকি থাকতেই। ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জেসন রয়। মাঠের ক্রিকেটে পাত্তা না দিলেও ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঠিকই বাংলাদেশকে সমীহ করলেন রয়। এটা তার মহানুভবতা হতে পারে। অনেকের মতে মশকরাও। তিনি বলেন, আমি মনে করি না বাংলাদেশকে হারানো সহজ নয়। ভালো খেলেছে বাংলাদেশ। দলটিতে কয়েকজন ম্যাচ উইনার রয়েছে। কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমরা মাঠে নেমে স্বাভাবিক খেলাটা খেলেছি। অন্য দলগুলো কী করে, সেদিকে আমরা খুব একটা নজর দেই না। আমরা কেবল এটুকু নিশ্চিত করতে চাই, যেন আমাদের দলের আবহ ঠিক থাকে। আমরা সবাই নিজেদের কাজটা ঠিকমতো করতে পারি। এদিন আরেকটা ভালো সময় কেটেছে, যেখানে আমরা খুব ভালো বোলিং করেছি এবং নিখুঁত ব্যাটিং করেছি। শুরু থেকে নিয়মিত উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বোলাররা। তেমন কোন জুটি গড়ে তোলার সুযোগ দেননি আমাদের বোলাররা। ফিল্ডিং ছিল বরাবরের মতোই দারুণ। বাংলাদেশের বোলিংকে পাত্তাই দেননি ইংল্যান্ডের বোলাররা। আমরা খুব ভালো বোলিং করেছি। আমার মনে হয় না আমরা কোন বিভাগে ভুল করেছি। আমরা ক্যাচগুলো নিয়েছি এবং ফিল্ডিং ও বোলিং খুব ভালো করেছি। এই পিচ একটু মন্থর ছিল। এখানে স্টাম্প সোজা ও গুড লেংথে বোলিং করলে, সেটাতে চড়াও হওয়া কঠিন। আমরা ব্যাট হাতে শুরুটা খুব ভালো করেছিল। পরে ছোট লক্ষ্যের সুবিধা কাজে লাগিয়েছি। বলতে পারেন সহজেই ম্যাচ জিতেছি। এই হচ্ছে হাসিমাখা জেসন রয়ের ম্যাচ নিয়ে শেষ অনুভূতি। যেখানে আরও যোগ করেছেন কেউ হারলে তাকে তো আর খারাপ বলা যায় না। এখন বিষয়টা পরিষ্কার, তিনি যে বাংলাদেশকে নিয়ে মজা করেছেন এতে কোনো সন্দেহ নেই।
×