ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন

প্রকাশিত: ২৩:৫৮, ২৯ অক্টোবর ২০২১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন

ঢাকার আর্মি গল্ফ ক্লাবে বৃহস্পতিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ভ‚মিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক তিন দিনব্যাপী অনুশীলন সমাপ্ত হয়েছে। ডিসাস্টার রেসপন্স এক্সারসাই এ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ-২০২১ শীর্ষক অনুশীলনের সমাপনী দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, এমপি প্রধান অতিথি ছিলেন। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ছিলেন বিশেষ অতিথি। অনুশীলনের মূল উদ্দেশ্য ভ‚মিকম্প তথা সকল দুর্যোগ ব্যবস্থপনায় আন্তর্জাতিক পদ্ধতির ওপর সম্যক ধারণা লাভ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রয়াস নিশ্চিতকরণের জন্য সকল অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভ‚মিকম্প মোকাবেলায় অনুসন্ধান ও উদ্ধার, যোগাযোগ, মেডিক্যাল শেল্টার ও ত্রাণ কার্যক্রম ইত্যাদির আলোকে দুর্যোগ ব্যবস্থপনার গাইড লাইন চ‚ড়ান্তকরণ ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভ‚মিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এ অনুশীলন বিগত ২০১০ সাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিক-এর যৌথ উদ্যোগে যথাযথ কোভিড-১৯ প্রটোকল অনুসরণপূর্বক অনুশীলনটি অনুষ্ঠিত হয়েছে। অনুশীলনে ২৩টি দেশের ১৪৭টি সংস্থার ৩০০-এর অর্ধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুরস্ক, ফিজি, মঙ্গোলিয়া, লাওস, কেনিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, নাইজিরিয়া ও চীন। অংশগ্রহণকারীগণ দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও এনজিওসমূহকে প্রতিনিধিত্ব করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা এ অনুশীলনে অংশ নিয়েছে। এই ধরনের অনুশীলন ভ‚মিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। এবারের এই অনুশীলনের মূল প্রতিপাদ্য ছিল “জবংরষরবহপব ঞযৎড়ঁময চৎবঢ়ধৎবফহবংং”। -আইএসপিআর
×