ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পড়ে রয়েছে জনসনের কয়েক কোটি ডোজ টিকা

প্রকাশিত: ২৩:৪৩, ২৯ অক্টোবর ২০২১

পড়ে রয়েছে জনসনের কয়েক কোটি ডোজ টিকা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রায় ৬ মাস যাবত কারখানায় অলসভাবে পড়ে রয়েছে জনসন এ্যান্ড জনসনের কয়েক কোটি ডোজ করোনা টিকা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের ওই কারখানায় পড়ে থাকা এই টিকাগুলোর ভবিষ্যত কী হবে তা এখনও নির্ধারিত হয়নি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৪ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ২০১ জন। মৃত্যু ৪৯ লাখ ৯১ হাজার ৫৭ জন। মোট সুস্থ ২২ কোটি ২৯ লাখ ২ হাজার ৫৯৬ জন। খবর ওয়ার্ল্ডোমিটারস ও সিএনএন অনলাইনের। নষ্ট হতে যাওয়া টিকাগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইমারজেন্ট বায়োসলিউশিনস জানিয়েছে, তারা এ বিষয়ে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণবিষয়ক সর্বোচ্চ সংস্থা এফডিএর ছাড়পত্রের অপেক্ষায় আছে। তবে এফডিএ জানিয়েছে, ওই কোম্পানির টিকা যথেষ্ট মানসম্পন্ন কিনা- তা যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি।
×