ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্প্রীতি পুনরুদ্ধার মহাসমাবেশ

সাম্প্রদায়িক গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

প্রকাশিত: ২৩:৩৬, ২৯ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি পুনরুদ্ধার মহাসমাবেশ ও পদযাত্রা। এতে যোগ দেয় হাজারো মানুষ। সমাবেশ থেকে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ’৭২-এর সংবিধান ফিরিয়ে আনার দাবি তোলেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মহানগরীর ডিসি হিলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ইসকন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। সমাবেশে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে অসা¤প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হলে বঙ্গবন্ধুর দেয়া ৭২’র সংবিধান ফিরিয়ে আনতে হবে। সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আর সা¤প্রদায়িক গোষ্ঠীকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সা¤প্রদায়িক হামলায় জড়িত, হামলাকারী ও উস্কানিদাতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধ হবে। সমাবেশে বক্তরা আরও বলেন, দেশব্যাপী সা¤প্রদায়িক হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানায়, সা¤প্রদায়িক সন্ত্রাসীদের দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যেসব জায়গায় নির্বিকার ছিল প্রশাসন, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে হিন্দুশূন্য করার নীলনক্সা বাস্তবায়িত করতে চাইছে মৌলবাদী গোষ্ঠী। ৭৫ পরবর্তী দেশে গোষ্ঠী সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটিয়েছিল এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে মৌলবাদীরা এখনও চক্রান্ত করছে। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকা সত্তে¡ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার প্রশ্রয় পাচ্ছে যার কারণে ক্ষমতাসীনদের দুর্নাম হচ্ছে। সরকারের ভেতর কুচক্রী মহল রয়েছে বলেও দাবি করেন বক্তারা। কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাবেক মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শংকর মঠ ও মিশনের আচার্য তপনানন্দ গিরি মহারাজ, তুলসীধামের মহারাজ দেবদ্বীপ মিত্র, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু, পাথরঘাটা ক্যাথলিক চার্চের ফাদার মিস্টার লেনার্ড, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত প্রমুখ। সম্প্রীতি পুনরুদ্ধার মহাসমাবেশ শেষে বিশাল পদযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
×