ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও আসছে দারাজের ১১.১১ ক্যাম্পেন

প্রকাশিত: ২২:১০, ২৯ অক্টোবর ২০২১

আবারও আসছে দারাজের ১১.১১ ক্যাম্পেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস দারাজ চতুর্থবারের মতো আয়োজন করেছে ১১.১১ ক্যাম্পেন। দারাজের প্যারেন্ট কোম্পানি আলিবাবা গ্রæপ ২০০৯ সালে প্রথম এই ক্যাম্পেনটি শুরু করে। ২০১৮ সাল থেকে দেশে এ ক্যাম্পেন প্রথম চালু হয়। এবারের ক্যাম্পেনটি ১১ নবেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ তাজদীন হাসান। তিনি বলেন, দারাজের ১১.১১ ক্যাম্পেনে আকর্ষণীয় ছাড়সহ থাকবে আড়াই কোটির বেশি পণ্যের সমাহার। যেখানে ক্রেতারা উপভোগ করবেন একটি পরিপূর্ণ অনলাইন শপিং অভিজ্ঞতা। মিষ্টি বক্স, সারপ্রাইজ ভাউচার, এক টাকা গেম, গেজ এ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজেন্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক- সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, বিগ বাই উইন, ১১’ও ক্লক ডিলস ও এ্যাড টু কার্ট গিভওয়েসহ এ ক্যাম্পেনে থাকছে অসংখ্য আকর্ষণীয় অফার। তিনি বলেন, দারাজ ‘মেইক আ উইশ’ নামক আরেকটি ক্যাম্পেন চালু করবে, যা চলবে আগামী ১১ নবেম্বর পর্যন্ত। বিশেষ এই ক্যাম্পেনের অধীনে বিজয়ীরা ফেসবুকে তাদের ১১.১১ এর প্রিয় মুহূর্ত শেয়ার করে তাদের ইচ্ছা পূরণের সুযোগ পাবেন। তিনি জানান, ক্যাম্পেন চলাকালীন ক্রেতারা পেমেন্ট পার্টনারদের কাছ থেকে বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। তাজদীন হাসান বলেন, এ বছরের ১১.১১ ক্যাম্পেনে সেরা ডিলের সঙ্গে নতুন রেকর্ড গড়তে তৈরি রয়েছে দারাজের প্রায় ৪০ হাজার সেলার। এবারের ক্যাম্পেনের আগের সব রেকর্ড ভাঙ্গবে বলে আশা করা হচ্ছে।
×