ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৃষি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক পরিদর্শকের কারাদন্ড

প্রকাশিত: ২১:৩৮, ২৮ অক্টোবর ২০২১

কৃষি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক পরিদর্শকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি ব্যাংকের ডাংমড়কা শাখায় কর্মরত থাকাকালীন সময়ে ব্যাংকের অর্থ আত্মসাতৎ করার অভিযোগে ব্যাংকের পরিদর্শক হাফিজুর রহমানকে ১৩ বছরের কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডিত পরির্দশক হাফিজুর রহমান দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মৃত আসগর আলীর ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ডাংমড়কা শাখায় কর্মরত থাকা অবস্থায় ৯৫টি টিআই ও রশিদে নিজে স্বাক্ষর পূর্বক আদায়কৃত ৯ লক্ষ ৫১ হাজার ৬৫৪ টাকা আত্মসত করেন। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ অক্টোবর হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০১৬ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সরকার দলীয় পিপি এ্যাড. মো. আল মুজাহিদ হোসেন মিঠু জানান, দৌলতপুরে কৃষি ব্যাংকের ডাংমড়কা শাখায় কর্মরত থাকাকালীন সময়ে ব্যাংকের অর্থ আত্মসাতৎ করার অভিযোগে ব্যাংকের পরিদর্শক হাফিজুর রহমানকে ১৩ বছরের কারাদন্ড ও ১০ লক্ষ টাকা অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছেন আদালতের বিজ্ঞ বিচারক মো. আশরাফুল ইসলাম।
×