ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোল্লাহাটে প্রতিবন্ধী কৃষক হত্যায় কাটা রাইফেলসহ আটক ১০

প্রকাশিত: ১৯:০৯, ২৮ অক্টোবর ২০২১

মোল্লাহাটে প্রতিবন্ধী কৃষক হত্যায় কাটা রাইফেলসহ আটক ১০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে বুদ্ধি প্রতিবন্ধী কৃষক মনির শেখ হত্যা মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি পরিত্যাক্ত ঘরে কুপিয়ে এবং জবাই করে মনির শেখকে হত্যা করা হয়। নিহত মনির শেখ (৩০) মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের মজিদ শেখের ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী হলেও পেশায় কৃষক ছিলেন। আটক ১০ জন হলেন, বাদশা শেখের ছেলে ইকলাস শেখ (৩০), নওয়াব আলী শরীফের ছেলে আল-আমিন শরীফ (৪০), জবেদ আলী শেখের ছেলে জাহিদ শেখ (৪৫), আরোজ আলী শরীফের ছেলে জাহিদ শরীফ (৪৪), আবু মোল্লার ছেলে ইকবাল মোল্লা (৩৭), ফরিদ শেখের ছেলে রেজওয়ান শেখ ওরফে প্রকাশ কালন (২২) ,আলমগীর মোল্লার ছেলে মান্নান মোল্লা (২১), রুস্তম ভূঁইয়ার ছেলে অহিদ ভূঁইয়া (৫০), বদর উদ্দিন মোল্লার ছেলে মনির মোল্লা (৬৫) এবং ফরিদ শেখের ছেলে আশিক শেখ (২০)। এদের সবার বাড়ি উপজেলার শাসন গ্রামে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মনির শেখ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কি কারণে মনিকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আটকৃত ওই ১০ জন মনির হত্যা মামলার আসামি। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শাসন গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কুপিয়ে এবং জবাই করে মনিরকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এঘটনায় মনির শেখের ভাই কবির শেখ বাদি হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মনির হত্যা মামলায় ওই ১০ জনকে আটক করে।
×