ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় এলিম হত্যাকান্ডে আরও এক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১৭:৫২, ২৮ অক্টোবর ২০২১

আশুলিয়ায় এলিম হত্যাকান্ডে আরও এক আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসায়ী এলিম সরকার (৪২) হত্যাকান্ডের ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পিবিআইয়ের এসআই সালেহ ইমরান। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩১)। সে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের আঃ হকের ছেলে। এর আগে এ হত্যা মামলায় জড়িত আরও দুই আসামীকে গ্রেফতার করেছে পিবিআই। এরা হলেন, নিহত এলিম সরকারের স্ত্রী কেমিলি ও তার কথিত প্রেমিক রবিউল করিম পিন্টু। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলা পিবিআইয়ের এসআই সালেহ ইমরান জানান, নিহত এলিম সরকারের স্ত্রী কেমিলি ও পিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি এলিম সরকার জানতে পারলে তিনি তার স্ত্রীর পরিবারের সদস্যদের ডেকে তা প্রকাশ করে দিবেন বলে জানান। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে মারাত্মক দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরকীয়া বিষয়টি যাতে অন্য কেউ জানতে না পারে এ কারণে কেমিলি এবং তার প্রেমিক পিন্টু মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। পরে এ বছরের ২৮ মার্চ সকালে পিন্টু ও তার বন্ধু সাইফুলকে নিয়ে এলিম সরকারের নিজ বাড়িতে তাকে হত্যা করে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে পলাতক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে এলিম সরকার হত্যাকান্ডে জড়িত তিন আসামীকে গ্রেফতার করা হলো।
×