ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১৬:৫১, ২৮ অক্টোবর ২০২১

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রূপসা উপজেলার রাজ খান (১৯) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জমশেদ ওরফে জাবেদ মল্লিক (৩৩) রূপসা উপজেলার রহিমনগর এলাকার মোঃ মান্নান ওরফে মুরাদ মল্লিকের ছেলে। এ মামলার অপর আসামি একই এলাকার মৃত বাবু খার ছেলে মোঃ. মিজান খার (৪৫) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা জানা যায়, ২০১৭ সালের ১ জুন খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের আমির আলীর ছেলে রাজ খানকে হত্যা করে তার মস্তক বিহীন মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেন আসামিরা। পরে পুলিশ আঠারোবেকি নদীর চর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামসেদ মল্লিক আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান ও এপিপি শাম্মী আক্তার।
×