ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সনাক-এর উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত: ১৬:১০, ২৮ অক্টোবর ২০২১

বাগেরহাটে সনাক-এর উদ্যোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সচেতন নাগরিক কমিটি’র উদ্যোগে ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচারের দাবিতে’ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে সনাক (টিআইবি) বাগেরহাট’র সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সনাক সদস্য বাবুল সরদার, শেখ মুজিবুর রহমান, ফিরোজা নাসরিন ডলি, স্বজন সদস্য জ্ঞান রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক খান সালেহ আহমেদ, মহিলা পরিষদ বাগেরহাট শাখার অর্থ সম্পাদক তহমিনা বেগম মিনু, প্রোগ্রাম এক্সিকিউটিভ মাহবুবা রহমান প্রিয়া, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী, সদস্য হুমায়রা খাতুন, টিআইবি বাগেরহাটের এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, একটা দুর্যোগপূর্ণ সময়ে আজকে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি থাকবে এটা বিশ্বাস করা যায় না। যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা তারাই এ ধরনের ঘটাচ্ছে। দুর্ভাগ্যযে, এ পর্যন্ত ঘটে যাওয়া কোন সাম্প্রদায়িক সহিংসতার দৃশ্যমান কোন বিচার লক্ষ করা যায় নি। আমরা মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আর যারা এ ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছে রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে অবিলম্বে তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানানো হয়। মানববন্ধন কর্মসূচী হতে সনাকের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই সুপারিশ সমূহ পেশ করা হয়। ১. সামপ্রদায়িক সহিংসতার সমস্ত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইবুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; ২. সহিংস ঘটনার যেন বিস্তৃতি না ঘটে সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গহণ; ৩. শাহাবুদ্দিন কমিশন কর্তৃতক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ এবং এতে উল্লেখিত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ; ৪. সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নিমূল করতে হবে এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার পরিপূর্ণ নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে; ৫. ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতা রোধে শিক্ষাক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় পাঠ্য হিসেবে অন্তর্ভূক্তকরণ; ৬.ভবিষ্যতে যেন সাম্প্রদায়িক সহিংসতার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সনাক বাগেরহাটের অন্যন্য সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর সদস্যগণ উপস্থিত ছিলেন ।
×