ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশিত: ১৪:৫৪, ২৮ অক্টোবর ২০২১

সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে প্রাঙ্গণে খাগড়াছড়ি প্রেস ক্লাব এর উদ্যেগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবী সাংবাদিক, টিআইবি, সনাক, আবৃত্তি পরিষদ, শিল্পকলা একাডেমি ও বিবিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে । মানববন্ধনে বক্তারা বলেন,‘ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী সংখ্যালঘুদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। ভবিষ্যতে এই ধরনে সহিংসতা রোধে দোষীদের গ্রেফতার করে বিচার করতে হবে।’ এসময় সাম্প্রদায়িকতা রুখে দিয়ে, সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি সুর্দশন দত্ত, এডভোকেট নাসির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
×