ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে বধ্যভূমি দখলমুক্ত করা হলো

প্রকাশিত: ১৪:০১, ২৮ অক্টোবর ২০২১

অবশেষে বধ্যভূমি দখলমুক্ত করা হলো

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ অবশেষে কেশবপুরের মঙ্গলকোট বুড়িভদ্রা নদীর তীরে বধ্যভূমির সরকারি জায়গা কাঠ ব্যবসায়ীর হাত থেকে দখলমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বধ্যভূমি দখলমুক্ত করেন। এ সময় অবৈধভাবে দখল করে কাঠ ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী আবুল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে বুড়িভদ্রা নদীর তীরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীরা স্বাধীনতাকামী মানুষ ধরে নিয়ে মঙ্গলকোট ব্রীজের উপর দাঁড় করিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করত! হত্যার পর তাঁদের লাশ বুড়িভদ্রা নদীতে ভাসিয়ে দিতো পাকবাহিনী ও তার দোসররা। শহীদদের স্মৃতির স্মরণে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে একটি বধ্যভূমি নির্মাণ করা হয়। কিন্তু বধ্যভূমির সরকারী জায়গা দখল করে আলতাপোল গ্রামের আবুল হোসেন (৬৫) অবৈধভাবে কাঠ রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। এর আগে মৌখিকভাবে তাকে সতর্ক করে বধ্যভুমি থেকে কাঠ সরানোর কথা বলা হলেও তিনি তা কর্ণপাত করেননি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন মঙ্গলবার সন্ধ্যার আগে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাঠ ব্যবসায়ী আবুল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা এবং বধ্যভূমির সরকারী জায়গা রাখা কাঠ দ্রুত অপসারণ করার আদেশ প্রদান করেন। এসময় কাঠ ব্যবসায়ী আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে ওই স্থান থেকে কাঠ সরিয়ে ফেলবেন বলে মুচলেকা প্রদান করেছেন।
×