ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:০০, ২৮ অক্টোবর ২০২১

হাতিয়ায় বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুষ্ঠিত হলো ইউনিয়ন বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাতিয়া থানা পরিদর্শক (ওসি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা। বক্তব্য রাখেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিঠির সভাপতি কৃষ্ম চন্দ্র মজুমদার, চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, চরঈশ্বর কমিউনিটি পুলিশ সভাপতি আব্দুস সহিদ, প্রধান শিক্ষক মো: ফারুখ ও প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। বক্তারা তাদের বক্তব্যে সম্প্রতি কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে হাতিয়ায় ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাজে মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, ইভটিজিং ও সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহত করতে বিট পুলিশিংএর বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন। সমাবেশে চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক, ইমাম, মৎস্য ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী এনজিও কর্মীসহ প্রায় দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
×