ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ গৃহবধূ আটক

প্রকাশিত: ১২:৫৪, ২৮ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ গৃহবধূ আটক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের জেলেপাড়ার একটি বাড়িতে বুধবার দিনগত রাতে তল্লাশী চালিয়ে ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারের পর গৃহবধূ চায়না খাতুনকে (৩৯) আটক করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, গোপনে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাসের নেতৃত্বে হরিহরনগর গ্রামের জেলেপাড়ার আব্দুল হান্নানের বাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরও উপস্থিত ছিলেন। এসময় গৃহবধূর দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির শোবার ঘরে টেলিভিশনের নিচ থেকে কসটেপ মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেগুলো পরীক্ষার পর জব্দ করা হয়। এ স্বর্ণের বৈধতা সম্পর্কে সঠিক কোন তথ্য জানাতে না পারার কারণে গৃহবধূ চায়না খাতুনকে আটক করা হয়। ওই গ্রামের বাসিন্দারা জানান, গৃহকর্তা আব্দুল হান্নান তার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করে। সে নিজের জমিতে চাষাবাদ করে সংসার চালাতো। কিভাবে তার বাড়ি অবৈধ স্বর্ণ রাখার কাজে ব্যবহার হয়ে আসছে তা তারা কখনো বুঝতেও পারেনি। আব্দুল হান্নানের স্ত্রী আটক চায়না খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তার স্বামী হান্নান স্বর্ণ পাচার ও চাষাবাদ করতো। কিন্তু সে উদ্ধার করা স্বর্ণের মালিক নয়। টাকার বিনিময়ে সে পাচার কাজে জড়িয়ে গিয়েছিলো। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক আরো জানান, অবৈধ স্বর্ণ রাখা ও পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জীবননগর থানায় আব্দুল হান্নান ও তার স্ত্রীকে আটক চায়না খাতুন এবং মেয়ে হাবিবার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নম্বর: ১০ তারিখ ২৭.১০.২০২১। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরের তাদের আদালতে সোপর্দ করা হবে।
×