ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটার জেলেরা বিপাকে ॥ এখনও মিলছেনা কাঙ্খিত ইলিশ

প্রকাশিত: ১১:০২, ২৮ অক্টোবর ২০২১

কুয়াকাটার জেলেরা বিপাকে ॥ এখনও মিলছেনা কাঙ্খিত ইলিশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ টানা ২২ দিনের অবরোধের পরে ফের কুয়াকাটা সংলগ্ন সাগরের অগভীর এলাকায় খুটা জাল পেতেছেন মোঃ সোহেল খান। দুই ভাঁটায় গিয়ে মাছ তুলেছেন। মাত্র ছোট আটটি এবং দুইটি মাঝারি সাইজের ইলিশ পেয়েছেন। ছয়টি বছর সোহেল খান চার জন জেলেকে নিয়ে খুটা জাল দিয়ে ইলিশ শিকার করছেন। গত ৫/৬ বছরের মধ্যে এ বছরের মতো এতো কম ইলিশ ধরা পড়েনি। দুই শ থেকে আড়াই শ’ হাত লম্বা ১৫/১৬ হাত খাড়া একটি জাল দিয়ে দুই দিকে খুটা গেড়ে সাগরের অগভীর এলাকায় ইলিশ শিকারিদের খুটা জেলে বলা হয়। সোহেল খান জানালেন, পাঁচ জনের সংসারে এখন সরষে ফুল দেখছেন। অভাবের ধকল সইতে পারছেন না। দাদনসহ এ মৌসুমে এখন পর্যন্ত দুই লাখ ৯২ হাজার টাকার দেনায় ঝুলছেন। সামনের দিকে আর ইলিশ পাওয়ার সম্ভাবনা নেই বলেই আন্দাজ করে বললেন এই মানুষটি। একই দশা অন্যান্য জেলেদের। কুয়াকাটা আশার আলো সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ জানান, কুয়াকাটায় খাজুরা থেকে গঙ্গামতি পর্যন্ত ৬৫৮টি খুটা জেলে নৌকা রয়েছে। যারা এ বছর মাছ শিকার করছে। একেকটি নৌকায় গড়ে ৪/৫ জন জেলে রয়েছে। ইলিশের আকালে একেকটি নৌকার লোকজনের নিচে দুই লাখ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকা এখন পর্যন্ত দেনা হয়ে গেছে। দাদনসহ অগ্রিম নিতে নিতে জেলেরা নিঃস্ব হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে এদের দুশ্চিন্তার শেষ নেই। তারপরও প্রত্যেক ভাটায় নৌকা নিয়ে সাগরের অগভীর এলাকায় মাছের আশায় ছুটছেন জেলেরা। ফের হতাশ হয়ে কিনারে ফিরে নৌকাটি উপরে তুলে আবার অপেক্ষার প্রহর গুনছেন, এই বারে যদি মেলে কাঙ্খিত ইলিশ। এসব জেলেরা বিনাসুদে ব্যাংক ঋণ প্রদানের দাবি করেছেন। নইলে আড়াই হাজার পরিবার পথে বসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্তত অর্ধশত কোটি টাকার দেনার ভারে এরা এখন কাহিল হয়ে পড়েছেন। করছেন মানবেতর জীবন-যাপন।
×