ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ ইইউর

প্রকাশিত: ০১:২২, ২৮ অক্টোবর ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ ইইউর

জনকণ্ঠ ডেস্ক ॥ সমালোচনার মুখে থাকা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তুলে এ আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদরদফতরে মঙ্গলবার উভয়পক্ষের সচিব পর্যায়ের ‘ডিপ্লোম্যাটিক কনসালটেশনস’ হয়। বুধবার ইইউ ও বাংলাদেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, ‘গণতন্ত্র ও মানবাধিকার বাংলাদেশ ও ইউরোপের একীভূত মূল্যবোধের অংশ। খবর বিডিনিউজের। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) প্রসঙ্গ বৈঠকে উত্থাপন করেছে ইইউ। অনলাইনে অপরাধ দমন করার উদ্দেশের বাইরে গিয়ে আইনের কয়েকটি ধারা ব্যবহারের ঝুঁকি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে। একইসঙ্গে আইনটির অধীনে চলমান কয়েকটি মামলার বিষয়েও বৈঠকে জানতে চেয়েছে ইউরোপীয় দেশগুলোর এ জোট। নানা পক্ষের আপত্তি, সাংবাদিকদের উদ্বেগের মধ্যে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা আইন।
×