ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলশানে ভবনে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ ৪

প্রকাশিত: ০১:১৫, ২৮ অক্টোবর ২০২১

গুলশানে ভবনে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ছয়তলা আবাসিক ভবনের অগ্নিকা-ের একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন এ এম রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের শিশুসন্তান মাসরুর মোঃ রাফিন (২) এবং গৃহকর্মী মনি আক্তার (৩৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, গুলশান থেকে দগ্ধ চারজনকে এখানে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে উর্মি ও তার শিশু সন্তান রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। আর গৃহকর্মী মনিকে এসডিইউতে রাখা হয়েছে। তিনি জানান, মালিহা আনহা উর্মির শরীরের ৭০ শতাংশ, তার শিশু সন্তান রাফিন ও গৃহকর্মী মনি আক্তারের শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া বাড়ির রফিকুলের শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ছয়তলা ভবনের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার বিকট আওয়াজে বিস্ফোরণে ঘটে। এতে ট্রান্সমিটারের আগুনে পুলকিতে ওই ভবনের দ্বিতীয়তলা এসি বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনে আগুন ধরিয়ে যায়। এতে দ্বিতীয় কক্ষের ফ্রিজ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোঃ রাফি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে যায়। আটটি ইউনিট সেখানে কাজ করে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
×