ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু রোগী ২৩ হাজার ছাড়াল

প্রকাশিত: ০০:৫৩, ২৮ অক্টোবর ২০২১

ডেঙ্গু রোগী ২৩ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৮২ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৮৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭১১ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৩ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২২ হাজারের বেশি। আর মারা গেছেন ৮৯ জন। মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে, সেপ্টেম্বরে ২৩ জন এবং এ মাসে ২৭ অক্টোবর পর্যন্ত ২০ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, এবং ২৭ অক্টোবর পর্যন্ত অক্টোবর ৫ হাজার ৩৯ জন।
×