ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ৮৪ ইউপি সদস্য শপথ নিলেন

প্রকাশিত: ০০:২৩, ২৮ অক্টোবর ২০২১

হাতিয়ায় ৮৪ ইউপি সদস্য শপথ নিলেন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪ নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন। প্রথম ধাপে অনুষ্ঠিত তফসিলে ২০ সেপ্টেম্বর এই উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২১ অক্টোবর নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খোরশেদ আলম। বুধবার অনুষ্ঠিত হলো ইউপি সদস্যদের শপথ। এতে ৭টি ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ সংরক্ষিত মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন। ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রথম ধপায় হাতিয়ায় ১১টি ইউনিয়নের মধ্যে নিঝুমদ্বীপ, জাহাজমারা, বুড়িরচর, সোনাদিয়া, তমরদ্দি, চরঈশ্বর ও চরকিংসহ ৭টিতে নির্বাচন হয় সাধারণ ব্যালেটের মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা।
×