ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কটল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

প্রকাশিত: ০০:২০, ২৮ অক্টোবর ২০২১

স্কটল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

জিএম মোস্তফা ॥ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নেমেই ইতিহাস গড়েছিল নামিবিয়া। আয়ারল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের মূলপর্বের টিকেট কাটে তারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় কোন ইভেন্টে এবারই প্রথম মূল আসরে খেলার গৌরব অর্জন করে নামিবিয়া। চমকপ্রদ সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখল মূলপর্বেও। জয় দিয়েই সুপার টুয়েলভের মিশন শুরু করেছে তারা। বুধবার নামিবিয়া ৪ উইকেটে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে স্কটল্যান্ডকে। সেইসঙ্গে ইতিহাসও গড়েছে নামিবিয়া। আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দল হলো তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের ছুড়ে দেয়া ১০৯ রনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেখে-শুনে, ধীরে-সুস্থে খেলেই ৫ বল হাতে রেখেই অনায়াস জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার ছোট দেশটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নামিবিয়ান বোলারদের তোপে বেশিদূর এগোতে পারেনি স্কটল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে স্কটল্যান্ড। আর ১১০ রানের মামুলি লক্ষ্য পূরণ করে বিশ্বকাপের প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে নামিবিয়া। আর এ লক্ষ্য পূরণে ভিত গড়ে দেন দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ভান লিঙ্গার। ২৯ বলে ২৩ রান করেন উইলিয়ামস আর মাইকেল করেন ২৪ বলে ১৮ রান। ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেন তারা। দুই ওপেনার আউট হয়ে সাজঘরে ফিরলে অল্প রানের মধ্যে দুটো উইকেট পড়ে যায়। তাতে অবশ্য কাজ হয়নি স্কটল্যান্ডের। নামিবিয়ার সেরা দুই ব্যাটার ডেভিড ভিসা ও জেজে স্মিথ হেসেখেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন পড়ে ১৪ রানের। ১৮তম ওভারে পর পর দুটি ছক্কা হাঁকান ভিসা। ৪র্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি ডিপ থার্ড ম্যানের হাতে ধরা পড়লেও জয়ে বেগ পেতে হয়নি নামিবিয়ার। ১৪ বলে ১৬ রান করে আউট হন ভিসা। ১৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় উপহার দেন স্মিথ। এই ছক্কার সৌজন্যেই ১৯.১ ওভারে ৬ উইকেটে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ১১৫। আর ২৩ বলে ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্মিথ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া স্কটল্যান্ড ইনিংস গুটায় ১০৯/৮ রানে। প্রথম ওভারে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া স্কটিশরা দলীয় ১৮ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯/৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। নামিবিয়ার পক্ষে ১৭ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কারটাও জিতে নেন রুবেন ট্রাম্পলম্যান।
×