ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০তে শীর্ষে ফিরলেন সাকিব

প্রকাশিত: ০০:১৪, ২৮ অক্টোবর ২০২১

টি২০তে শীর্ষে ফিরলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা ভাল না করলেও ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যের ফল পেলেন সাকিব আল হাসান। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে থাকা এ তারকা ছোট্ট ফরমেটে ফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে খেলার আগে পর্যন্ত চার ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি সাকিবের বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই ঈর্ষণীয়। ব্যাট হাতে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান। এমন পারফর্মেন্সের সুবাদে ২০ রেটিং বেড়ে বর্তমানে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। অন্যদিকে ১০ রেটিং কমে ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বিশ^কাপে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ নৈপুণ্যে প্রায় তিন বছর পর টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন সাবিক। তবে নিউজিল্যান্ড সিরিজে সুবিধা করতে না পারায় আবার নেমে গিয়েছিলেন। এবার সেটি পুনরুদ্ধার করলেন। টি২০তে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তবারেজ শামসি, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু ডি সিলভা, তিনে আফগানিস্তানের রশিদ খান। বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে অবশ্য আছেন বাংলাদেশের তিন জন- আট, নয় ও দশে যথাক্রমে সাকিব, মেহেদি হাসান এবং মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে এক নম্বরে ইংল্যান্ডের ডেভিড মালান এবং দুইয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
×