ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রাহকের ৮০ লাখ টাকা নিয়ে পালিয়েছে আজিজ সমবায় সমিতি

প্রকাশিত: ০০:০৩, ২৮ অক্টোবর ২০২১

গ্রাহকের ৮০ লাখ টাকা নিয়ে পালিয়েছে আজিজ সমবায় সমিতি

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ আজিজ কো-অপারেটিভ কমার্স এ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড গ্রাহকের ডিপোজিটের ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। কষ্টার্জিত টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা এখন দিশেহারা। কো-অপারেটিভ সোসাইটি সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছিল। অনুসন্ধানে জানা গেছে, চাটমোহর পৌরসভার নতুন বাজার খেয়াঘাট এলাকায় মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় অফিস নিয়ে জাকজমকভাবে কার্যক্রম শুরু করে আজিজ কো-অপারেটিভ কমার্স এ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানের চাটমোহর শাখার ব্যবস্থাপক পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামের মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে শত শত গ্রাহকের নিকট থেকে প্রায় ৮০ লাখ টাকা স্থায়ী আমানত সংগ্রহ করেন।
×