ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবির ‘বি’ ইউনিটের দুই পর্বের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ অক্টোবর ২০২১

চবির ‘বি’ ইউনিটের দুই পর্বের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘বি’ ইউনিটের দুই পর্বের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রথম পর্ব এবং দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্বের পরীক্ষা চলে। বুধবার তৃতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ‘বি’ ইউনিটের পূর্ণাঙ্গ পরীক্ষা সমাপ্ত হবে। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৬৬৭ জন। এর মধ্যে প্রথম দিনে অংশগ্রহণ করেছেন ২৮ হাজার ৪৪৬ জন। আজ বৃহস্পতিবার একই ইউনিটে আরও ১৪ হাজার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষায় কোন ধরনের অসদুপায় অবলম্বন ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। এদিন কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার জানান, পরীক্ষায় জালিয়াতির কোন সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর। ভবিষ্যতে আমরাও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছি। এদিকে পরীক্ষার হলে অসদাচরণের দায়ে এক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রেখেছে প্রশাসন। ঐ শিক্ষার্থীর নাম মেহেদি হাসান। পরীক্ষার খাতা দিতে দেরি হওয়ায় দেয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লিখে দাঁড়িয়ে থাকেন তিনি। কারণ জানতে চাইলে তিনি কর্তব্যরত শিক্ষককে বলেন, এটা আমার মত প্রকাশের অধিকার। এরপর তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়। বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল। শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ট্রেন ছাড়াও বিভিন্ন যানবাহনে পরীক্ষার্থীরা ছুটে গেছে চবিতে। তবে বরাবরের মতো এবারও শাটল ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো।
×