ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন নিয়ে এখন কোন চিন্তাই করছে না ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:৩৪, ২৮ অক্টোবর ২০২১

বিএনপি নির্বাচন নিয়ে এখন কোন চিন্তাই করছে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি এখন নির্বাচন নিয়ে কোন চিন্তাই করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ফখরুল বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী মাঠ খালি করতেই সরকার পূজাম-পের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, পূজাম-পের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৬০টি। মামলায় আসামি সংখ্যা ১৫ হাজার ৯৬ জন। ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ১৮৬ জনকে। এর মধ্যে বিএনপির ১৬৮ জন। বিএনপির যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। অথচ এই ঘটনার পেছনে সরকারের মদদ আছে। জিয়ার অবদান স্বীকার করছে না আওয়ামী লীগ- ড. মোশাররফ ॥ বর্তমান সরকার জিয়াউর রহমানের সব অবদানের বিরোধিতা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তার কোন অবদান স্বীকার করছে না আওয়ামী লীগ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। পুলিশ দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে- আব্বাস ॥ পুলিশ দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার দুপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
×