ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূল্যস্ফীতি সরকারের নিয়ন্ত্রণে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৫, ২৮ অক্টোবর ২০২১

মূল্যস্ফীতি সরকারের নিয়ন্ত্রণে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, সামগ্রিক মূল্যস্ফীতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি বলেন, সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি। বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি আমরা যে ধারণা করেছিলাম তার মধ্যেই আছে। সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি। মুদ্রাস্ফীতি আমরা প্রতিনিয়ত পর্যালোচনা করেই আপডেট নেই। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে জ্বালানির যেভাবে দাম বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে। ডলারের প্রাইস তো আমরা নির্দিষ্ট করে রাখিনি, এটা নির্দিষ্ট না উল্লেখ করে তিনি বলেন, এটা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। চাহিদা যদি বেশি থাকে আর সরবরাহ যদি কম থাকে তাহলে ডলার দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই এ্যাডজাস্ট করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। এখানে আইএমএফ কী বলেছে আমি জানি না। আহম মুস্তফা কামাল বলেন, আইএমএফ পরামর্শ দিতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে বলতে পারে না। পরামর্শ দিতেই পারে কারণ তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের অর্থনীতির সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। সরকারী ২৬ প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, একবার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে সেটি হয়নি। বাজারে যখন কোন ভাল শেয়ার থাকে না, তখন একদিকে মার্কেট ঝুঁকে যায়। সারাবিশ্বে এটি হয়। তবে কোন সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখে। এ জন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেল মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল সেটি আছে। তাই সরকারকে আর সেই কাজ করতে হয়নি।
×