ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ২১:৪০, ২৮ অক্টোবর ২০২১

টুকরো খবর

আবারও ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশ টেলিভিশনে আবারও ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানটি চালুর নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আজকে আমাদের দেশে মাঝেমধ্যে যে জঙ্গীবাদ-মৌলবাদের আস্ফালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়, এসব আরও কমে যাবে যদি আমরা শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে পারি, তাদের ভেতরে আমাদের অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করতে পারি। একটা সময় এটি বাংলাদেশ টেলিভিশনে দারুণ জনপ্রিয় ছিল। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশিতা, তারিন আহমেদ, তমালিকা কর্মকার ও মেহের আফরোজ শাওনসহ অনেক প্রতিভাবান শিল্পী জাতীয় পর্যায়ে উঠে এসেছিল। ১৯৭৬ সালে শুরু হওয়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সবশেষ সম্প্রচারিত হয়েছিল ২০০৫ সালে। ১৬ বছর পর ফের টিভি রিয়েলিটি শোটি শুরু হতে যাচ্ছে। ‘পাল্টা হাওয়া’তে ঊর্মিলা’ টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘পাল্টা হাওয়া’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের শূটিং শুরু করছেন। আগামী ৩১ অক্টোবর থেকে এটির শূটিং শুরু হচ্ছে। ঊর্মিলা বলেন, ধারাবাহিকটির নাম শুনলেই বোঝা যায় এটি একটু অন্য রকম হবে। নতুন এ ধারাবাহিকটি নিয়ে আশি আশাবাদী। এতে আরও অভিনয় করছেন মীর সাব্বির, শাহনাজ খুশি ও মনিরা মিঠুসহ অনেকে। মানস পালের রচনায় এটি পরিচালনা করছেন নাহিদ নিয়াজি রিপন। এ ধারাবাহিকের মধ্য দিয়ে নির্মাতাও প্রায় ২ বছর পর নাটক নির্মাণ করছেন বলে জানান। মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’ আগামী ৫ নবেম্বর মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ সিনেমাটি। করোনা অতিমারীর কারণে বিগত দুই বছর ধরে আটকে রয়েছে বেশকিছু সিনেমার রিলিজ। তার মধ্যে অন্যতম নির্মাতা রোহিত শেঠির এ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন রণবীর সিং। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় রণবীর সিং ও অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকে সেটেই আয়লা রে আয়লা গানে নাচছেন অক্ষয় ও রণবীর। বোঝাই যে শূটিং সেটেই নাচে মেতেছেন তারা।
×