ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ৪ ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ অক্টোবর ২০২১

সোনারগাঁয়ে ৪ ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ তুতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছেন জাতীয় পার্টি। বুধবার বিকেলে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপির কাছ থেকে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বলেন বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। আসন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন পত্র বিতরণ করেছেন। যারা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ভূঁইয়া মাকসুদ, বারদী ইউনিয়ন জার্তীয় পার্টির নেতা আঃ দাইয়ান সরকার। এদকি ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ৮টি ইউনিয়নে প্রার্থী চুড়ান্ত করে মনোনয়ন পত্র বিতরণ করেছেন। আগামী ২৮ নবেম্বর সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইটি ইউনিয়নে মামলা জটিলতার কারনে নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। জাতীয় পার্টির মনোনয়ন বিতরণের সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সানাউল্লাহ সানু, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু প্রমুখ।
×