ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুয়েটের আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

প্রকাশিত: ১৫:০৭, ২৭ অক্টোবর ২০২১

রুয়েটের আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামীকাল (২৮ অক্টোবর) বৃহস্পতিবার থেকে খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলসমূহ। স্বাস্থ্যবিধি মেনে রুয়েটের সব শিক্ষার্থী হল খুলে দেয়া হবে এদিন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় করে আগামীকাল বৃহস্পতিবার থেকে রুয়েটের সব আবাসিক হল খুলে দেয়া হবে। রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিষ্ট্রেশন কার্ড জমাদানপূর্বক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রবেশ করতে পারবে। এর আগে গত ৩ অক্টোবর অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হল স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, করোনা মহামারীর কারনে গত বছরের ২৪ মার্চ তেকে বন্ধ করে দেওয়া হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সব আবাসিক হল।
×