ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু, দুই পুত্র আহত

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০২১

টঙ্গীবাড়িতে ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু, দুই পুত্র আহত

সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও-টঙ্গীবাড়ি সড়কের তৌলকাই বড় কড়ই গাছের সামনে একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পরে ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হয় দুই ছেলে। ছিনতাইকারীরা তৌলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলিম হোসেন (৫৫) ও তার দুই পুত্র শুভ ও শান্তকে পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলিমকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দিলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সহ থানা পুলিশ জানান, বুধবার ( ২৭ অক্টোবর )ভোররাত ২টায় নিহত আলীম ও তার দুই পুত্র উপজেলার বড়লিয়াস্থ ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান হতে আলীম দুই ছেলে শুভ ও শান্তকে নিয়ে একটি মোটরসাইকেলে বাসায় ফিরার পথে তৌলকাই কড়ই গাছের সামনে স্বশস্ত্র ছিনতাইকারীদলের কবলে পড়ে। ছিনতাইকারীরা রাস্তার উপর মোটা রশি টাঙ্গিয়ে তাদের পথরোধ করে থামিয়ে তিন জনকে মারধর করে। গুরুতর আহত পিতা আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় সেখানেই তার মৃত্যু হয় আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের মর্গে প্রেরন করা হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগ সহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×